হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আতাউর রহমান নামে এক যাত্রীর কাছ থেকে ৫ কেজি ১৮০ গ্রাম সোনা জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউজ। জব্দকৃত সোনার আনুমানিক মূল্য ৩ কোটি ৪০ লাখ টাকা।
এ ঘটনায় ওই যাত্রীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার আতাউর রহমান সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে দেশে এসেছিলেন। আজ বুধবার ঢাকা কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার (প্রিভেন্টিভ) মো. সানোয়ারুল কবীর এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গতকাল মঙ্গলবার দিবাগত রাতে শারজাহ থেকে আতাউর একটি ফ্লাইটে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন। তার ইমিগ্রেশন শেষ করে গ্রিন চ্যানেল অতিক্রমের সময় সঙ্গে আনা ব্যাগগুলো স্ক্যানিং করা হয়। স্ক্যানিংকালে ব্যাগের ভেতর দুইটি বড় হ্যামারের মধ্যে স্বর্ণের অস্তিত্বের ইমেজ পাওয়া যায়।
তিনি বলেন, পরবর্তীতে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার প্রতিনিধির উপস্থিতিতে যাত্রীর ব্যাগে থাকা হ্যামার কেটে ঘোষণা বহির্ভূত ৪৪টি গোল্ড বার এবং তার প্যান্টের ভেতর থেকে স্বর্ণের পাঁচ পিস চুড়িসহ মোট ৫ কেজি ১৮০ কেজি স্বর্ণ জব্দ করা হয়। গ্রেফতার আতাউরের বিরুদ্ধে ডিএমপির বিমানবন্দর থামায় কাস্টমস আইন ও ফোজদারি একটি মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর