সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কোনাবাড়ী এলাকায় ৬২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১২ এর সদস্যরা। বুধবার বেলা ১১টায় র্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার মি. জন রানা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তাররা হলেন— উপজেলার কোনাবাড়ী গ্রামের ছানোয়ার হোসেনের স্ত্রী সুলতানা বেগম (৪২) ও বানিয়া গাঁতি গ্রামের আবু সাঈদের ছেলে সুজন শেখ (২১)।
সহকারী পুলিশ সুপার মি. জন রানা জানান, গোপন সাংবাদের ভিত্তিতে জেলার কামারখন্দের কোনাবাড়ীতে এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ৬২০ পিচ ইয়াবাসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। জব্দ করা আলামতসহ তাদেরকে কামারখন্দ থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম