মাদারীপুরের রাজৈরে ট্রাকচাপায় অভয় বিশ্বাস (৪৫) নামে এক কাঠমিস্ত্রী নিহত হয়েছেন। আজ বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলার টেকেরহাট-কবিরাজপুর আঞ্চলিক সড়কের তাতিকান্দি এক নম্বর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত অভয় উপজেলার হরিদাসদী-মহেন্দ্রদী ইউনিয়নের গোয়াল বাথান গ্রামের মৃত কালিকেস্ট বিশ্বাসের ছেলে। তিনি মুন্সিগঞ্জের বিক্রমপুরে কাঠমিস্ত্রীর কাজ করেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ১০-১২ দিন আগে বিক্রমপুর থেকে বাড়ি এসেছেন অভয়। বুধবার সকালে টেকেরহাট বাজারে কেনাকাটা করতে যায়। পরে বাড়ি ফেরার সময় পথিমধ্যে অটোভ্যান থেকে ছিকটকে পড়ে যায়। এসময় কালামৃধা থেকে আসা দ্রুতগামী একটি ট্রাকের পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রাজৈর থানার অফিসার ইনচার্জ শেখ সাদিক বলেন, সে বাজার নিয়ে বাড়ি যাচ্ছিলেন। এ সময় দুর্ঘটনাটি ঘটে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/এএম