গাজীপুরের শ্রীপুরে গাড়ি চাপায় অজ্ঞাত এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে শ্রীপুর পৌরসভার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গরিয়া মাষ্টার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতের নামপরিচয় জানা যায়নি।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন জানান, মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত গাড়ির চাপায় বৃদ্ধের মৃত্যু হয়। নিহতের পরিচয় জানার জন্য পিবিআইের সাহায্যে চেষ্টা চলছে। মরদেহটি উদ্ধার করে মাওনা হাইওয়ে থানায় রাখা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিডি প্রতিদিন/এএম