ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে অটোবাইক চাপায় আহম্মদ মাতুব্বর নামের (৭০) এক মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে। তিনি ভাঙ্গা পৌর সদরের মধ্যপাড়া হাসামদিয়া জামে মসজিদের মুয়াজ্জিন ছিলেন। বৃদ্ধা মুয়াজ্জিন ওই গ্রামের ছিরাজদ্দিরন মাতুব্বরের ছেলে।
ঘটনাটি ঘটে ঢাকা-খুলনা মহা-সড়কে বুধবার সন্ধ্যায়।
স্থানীয়রা জানান, মুয়াজ্জিন আহম্মদ মাতুব্বর তার মেয়ে বাড়ি তুজারপুর গ্রামে যাচ্ছিলেন। অটোবাইক থেকে নেমে ভাড়া পরিশোধের সময় বিপরীত দিক থেকে আরেকটি অটোবাইক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/এএম