বাগেরহাটের চিতলমারী থেকে তক্ষকসহ আব্দুর রাজ্জাক শেখ (৩২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) গভীর রাতে চিতলমারী উপজেলার বাখেরগঞ্জ বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশের একটি দল তাকে আটক করে।
এসময় তার কাছ থেকে প্লাস্টিকের ঝুড়িতে রাখা ১৬ ইঞ্চি লম্বা তক্ষক, নগদ ১২ হাজার ৯০০ টাকা এবং তার ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করে পুলিশ। আটক আব্দুর রাজ্জাক শেখ বাগেরহাট সদর উপজেলার লোকমান শেখের ছেলে।
বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের এসআই মো. মুরাদ হোসেন বলেন, আব্দুর রাজ্জাক শেখ নামের এক ব্যক্তি ঝুড়ির মধ্যে তক্ষক রেখে বিভিন্ন লোকের সাথে প্রতারণা করে টাকা হাতিয়ে নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। ঘটনার সত্যতা পাওয়ায় আমরা ১৬ ইঞ্চি লম্বা একটি তক্ষকসহ আব্দুর রাজ্জাককে আটক করেছি। এসময় তার কাছ থেকে নগদ টাকা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আটক আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনের ৩৪ (খ) ধারায় চিতলমারী থানায় মামলা দায়ের করা হয়েছে। আটককৃত আব্দুর রাজ্জাককে চিতলমারী থানায় সোপর্দ করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল