কুড়িগ্রাম কলেজ মোড় এলাকায় বিজয়স্তম্ভ চত্বরে অনুষ্ঠিত বইমেলা প্রাঙ্গণ থেকে মোটরসাইকেল চুরির সময় আতিকুর রহমান আতিক (৩৭) ও ইদুল মিয়া (৩৫) নামে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে একটি মোটরসাইকেলসহ তাদের গ্রেফতার করা হয়। এরপর সদর থানায় তাদের পুলিশি হেফাজতে নেওয়া হয়।
সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতারকৃতরা আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে ঢাকার আশুলিয়া, রংপুরের মিঠাপুকুর, লালমনিরহাট সদরসহ বিভিন্ন জায়গায় ডাকাতি মামলা রয়েছে। শুক্রবার দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত বইমেলায় মোটরসাইকেল চুরির প্রস্তুতিকালে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত আতিকুর রহমান আতিক নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার উত্তর সিঙ্গেরগাড়ী গ্রামের আহাম্মদ হোসেনের ছেলে। অপর অভিযুক্ত ইদুল মিয়া কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সদর ইউনিয়নের গোবদা গ্রামের আমজাদ হোসেনের ছেলে।
বিডি প্রতিদিন/কালাম