ঝিনাইদহের শৈলকুপায় নির্বাচনী নৌকা মার্কা পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার গভীর রাতে ফুলহরি ইউনিয়নের ভগবান নগর গ্রামে এঘটনা ঘটে। এসময় নৌকা মার্কার সাথে লাগানো একটি জাতীয় পতাকাও পুড়িয়ে দেওয়া হয়েছে। পুড়িয়ে দেওয়ার ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়ায় ইউনিয়ন জুড়ে চলছে চরম উত্তেজনা। বিষয়টি জানার পর শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা লিজা ও রিটার্নিং কর্মকর্তা উপজেলা শিক্ষা অফিসার শামীম খাঁন।
ফুলহরি ইউপির নৌকা মনোনীত প্রার্থী জামিনুর রহমান বিপুলের অভিযোগ স্বতন্ত্র প্রার্থী আনারস মার্কার প্রার্থী আওলাদ হোসেনের উস্কানিতেই এই নৌকা ও জাতীয় পতাকা পোড়ানো হয়েছে। এরকম জঘন্যতম ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবি জানান তিনি।
এ ব্যাপারে আওয়ামী লীগের বহিস্কৃত বিদ্রোহী আনারস মার্কা (স্বতন্ত্র) প্রার্থী আওলাদ হোসেন বলেন, এটা নৌকা প্রার্থীর ষড়যন্ত্র। কোনো লাভ নেই। জনগণ তাকে ভোটের মাধ্যমে পরাজিত করবেই।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ(ওসি) রফিকুল ইসলাম জানান, বর্তমানে ইউনিয়নের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে পরিস্থিতি শান্ত রাখতে এলাকায় পুলিশ মোতায়েন রাখা হয়েছে।
উপজেলা নির্বাচন অফিসের দেওয়া তথ্য মতে, ৫ম ধাপে শৈলকূপায় ১২টি ইউনিয়নের মধ্যে ৩টিতে ইভিএম ও বাকি ৯টি ইউনিয়নে ব্যালটের মাধ্যমে আগামী ৫ জানুয়ারী নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে পুরুষ ভোটার ১ লাখ ১৬ হাজার ২৬৭ জন। আর নারী ১ লাখ ১৫হাজার ৭৭১ জনসহ মোট ২লাখ ৩২ হাজার ৬৮জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
বিডি প্রতিদিন/হিমেল