সুনামগঞ্জে জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে শহরের হাছননগরে দলের অস্থায়ী কার্যালয়ে জেলা জাপা এই সভার আয়োজন করে।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা জাপার আহ্বায়ক ও সদর আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ।
পরে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন নেতাকর্মীরা।
জেলা জাপার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী খুশনূরের সভাপতিত্বে ও জাপা নেতা সাজ্জাদুর রহমান সাজুর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, জেলা জাপার যুগ্ম আহবায়ক রশিদ আহমদ, জাপা নেতা জসিম উদ্দিন লাল, ফারুক মেনর, ফয়জুর রহমান, সিরাজুল ইসলাম প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন