রংপুর জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার সকালে নগরীর আমাশু সরকারি প্রাাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়েছেন রংপুর বিভাগীয় কমিশনার আব্দুল ওয়াহাব ভূঞা ও রংপুর জেলা প্রশাসক আসিব আহসান। এ সময় রংপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তাগণ, প্রধান শিক্ষক ও স্কুল কমিটির প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, রংপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা দেড় হাজারের বেশি। এ ছাড়াও কিন্ডারগার্ডেনসহ বেসরকারি বিদ্যালয় মিলে প্রায় দুই হাজার প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ে বইয়ের চাহিদা প্রায় সাড়ে ২০ লাখ।
প্রাথমিক শিক্ষা অফিসের দাবি, শতভাগ বই এসেছে। অপরদিকে মাধ্যমিক পর্যায়ে বিভাগে ৩ হাজারের বেশি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এসব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা ১৪ লাখের বেশি।
বিডি প্রতিদিন/ফারজানা