ময়মনসিংহের ভালুকার পৌরসভায় অবস্থিত জান্নাতুল মাওয়া হিফজ মডেল মাদরাসার শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। মাদরাসার সহ-প্রতিষ্ঠাতা ও পরিচালক, মাওলানা হাবিব হাসানের পরিচালনায় শুরুতে কুরআন থেকে তেলাওয়াত করেন ওই মাদরাসার শিক্ষক হাফেজ সাদ্দাম হোসাইন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জান্নাতুল মাওয়া হিফজ মডেল মাদরাসার সম্মানিত প্রতিষ্ঠাতা ও পরিচালক শাহ মো. হাসান (সাংবাদিক) ভালুকা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফিরোজ খান, মাদরাসার শিক্ষক হাফেজ নাহিদ, নাসিম শেখ প্রমুখ।
পরে শিক্ষার্থীদের মাঝে মেধা তালিকায় জিপিএ-৫ প্রাপ্তদের পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে, দোয়া পরিচালনা করেন মাদরাসার শিক্ষক হাফেজ নাহিদ হাসান।
পরে শিক্ষার্থীদের সার্বিক ফলাফলে সন্তুষ্ট প্রকাশ করে সকলের কাছে উন্নতি ও সফলতা কামনা করেন জান্নাতুল মাওয়া হিফজ মডেল মাদরাসা শিক্ষা পরিবার।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন