বগুড়া সারিয়াকান্দির ১১টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের মনোনয়ন উত্তোলন এবং জমাদানের আজ ছিল শেষ দিন। মনোনয়ন উত্তোলন এবং জমাদানের জন্য প্রার্থীর সমর্থক ভোটারদের ভিড়ে সারিয়াকান্দি উপজেলা নির্বাচন অফিস চত্বর ছিল মুখরিত। উপজেলার সর্বত্রই ছিল ভোটারদের জমজমাট উপস্থিতি।
সারিয়াকান্দি নির্বাচন অফিসের তথ্য মতে গতকাল দুপুর পর্যন্ত ৮৬ জন প্রার্থী চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন।
জানা গেছে, উপজেলার বোহাইল, কাজলা, হাটশেরপুর ও ভেলাবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ জন করে প্রার্থী মনোনয়ন ফরম উত্তোলন করেছেন। চন্দনবাইশা ও সারিয়াকান্দি সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন ৫ জন করে প্রার্থী।
এছাড়াও কর্নিবাড়ী ও কামালপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন ৯ জন করে প্রার্থী। নারচী ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন ৮ জন প্রার্থী। আর কুতুবপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন ১১ জন প্রার্থী।
বিডি প্রতিদিন/আবু জাফর