গাজীপুর সিটি করপোরেশনের দক্ষিণ সালনা এলাকায় একটি পোশাক কারখানার গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
সোমবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. তাশারফ হোসেন জানান, রাত সাড়ে ১০টার দিকে দক্ষিণ সালনা এলাকায় কাটিং এস ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানার টিনশেডের সেমিপাকা গুদামে আগুন লাগে। খবর পেয়ে জয়দেবপুর ও শ্রীপুর ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট রাত ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়। পরে প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুনে ওই গুদামে থাকা ফেব্রিক্স কাপড় পুড়ে গেছে।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন