ফরিদপুরের বোয়ালমারীতে জনপ্রতিনিধিদের অংশগ্রহণে উপজেলা পর্যায়ে নিরাপদ খাদ্যবিষয়ক জনসচেতনতামূলক কর্মসূচি পালিত হয়েছে। বোয়ালমারী উপজেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা কার্যালয়ের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।
বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোশারেফ হোসাইনের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা নিরাপদ খাদ্য অফিসার দীপংকর দত্ত। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসান্মাৎ রেখা পারভীন, শাহ জাফর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মো. লিয়াকত হোসেন লিটন, চতুল ইউনিয়নের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম,বোয়ালমারী পৌরসভার কাউন্সিলর আব্দুল মান্নান মোল্লা প্রমুখ। এ সময় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার ও পৌরসভার কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ