সাতক্ষীরা মেডিকেল কলেজে হিস্টোপ্যাথলজি ল্যাব উদ্বোধন করা হয়েছে। ল্যাবটি উদ্বোধন করেন সাতক্ষীরা-২ (সদর) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। আজ সকাল ১০টায় কলেজের এক্সাম হলে মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ মো. রুহুল কুদ্দুসের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা অনুুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
অনুুষ্ঠানে অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডাঃ কাজী আরিফ আহমেদ, সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ সবিজুর রহমান, সাতক্ষীরা বিএমএ’র সাধারণ সম্পাদক ডাঃ মনোয়ার হোসেন, গাইনী বিভাগীয় প্রধান ডাঃ শঙ্কর প্রসাদ বিশ্বাস, ডাঃ অভিজিত গুহ, হিস্টোপ্যাথলজি ল্যাব সম্পর্কে বক্তব্য রাখেন ডাঃ শাহারিয়ার মামুন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন জুনিয়র কার্ডিওলজি কনসালটেন্ট ডাঃ সুমন কুমার দাস, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু।
বিডি প্রতিদিন/এএ