দিনাজপুরের চিরিরবন্দরে পুকুর থেকে হাচানুর রহমান নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার চিরিরবন্দর-রাণীরবন্দর আঞ্চলিক সড়কের চিরিরবন্দর উপজেলার নশরতপুর ইউনিয়নের রাণীপুর গ্রামের বাঁশতলার পাড় এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত হাচানুর রহমান (৪০) চিরিরবন্দরের নশরতপুর ইউনিয়নের রাণীপুর গ্রামের ভঘুপাড়ার মোকছেদ আলী ওরফে মোকছেদের ছেলে।
স্থানীয়রা ও পুলিশ জানায়, এ মরদেহটি বুধবার দুপুর আড়াইটার দিকে চিরিরবন্দর উপজেলার সাতনালা ইউনিয়নের খামার সাতনালা গ্রামের চিরিরবন্দর-রাণীরবন্দর আঞ্চলিক সড়কের প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান অ্যাম্বিশন কিন্ডার গার্টেন স্কুল সংলগ্ন দক্ষিণ পাশের কচুরীপানা ভর্তি বাঁশতলার পাড়ে পুকুর হতে উদ্ধার করে পুলিশ।
এদিকে হাচানুরের মা হাসিনা বেগম সাংবাদিকদের জানান, মাদক কারবারিদের সঙ্গে মাদক বেচা-কেনার টাকা লেনদেনের জেরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটতে পারে।
চিরিরবন্দর থানার ওসি মো. বজলুর রশিদ জানান, সংবাদ পাওয়ার সাথেই অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জিন্নাত মামুনসহ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারপূর্বক সুরতহাল করে মরদেহ ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল হাসাপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত করে অপরাধী চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় আনা হবে।
বিডি প্রতিদিন/এএ