ভোলার মেঘনা নদীতে বিপুল পরিমান জ্বালানী তেল নিয়ে ডুবে যাওয়া "সাগর নন্দিনী-২" কার্গো জাহাজের উদ্বার কাজ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উদ্ধারকারী জাহাজ জোহুর এবং হুমায়ারা উদ্ধার কাজ শুরু করে। উদ্ধারকারী টিমে নৌ পুলিশ, কোস্টগার্ড ও বিআইডব্লিউটিএ, ডুবুরি সদস্য রয়েছেন। জাহাজটি উদ্ধার করতে কতো সময় লাগবে তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে জোয়ার ভাটার কারণে কিছুটা বিলম্ব হতে পারে বলে মনে করছেন বিআইডব্লিউটিএর পরিচালক মো. শাজাহান।
বিআইডব্লিউটিএ পরিচালক মো. শাজাহান জানান, আজ বৃহস্পতিবার সকাল থেকে নিমজ্জিত তেলবাহী জাহাজের উদ্ধার কাজ শুরু হয়েছে। নদীতে ড্রেজিং করা হচ্ছে।
জোয়ার ভাটার উপর নির্ভর করে উদ্ধার কাজ চলছে। জাহাজে জ্বালানি তেল থাকায় কোন ঝুঁকি নেয়া হচ্ছে না। এর জন্য সময় বেশি লাগছে। তবে আগামী রবিবারের মধ্যে উদ্ধার কাজ শেষ হবে বলে আশা করা যাচ্ছে।
এদিকে পরিবেশ দূষণ থেকে রক্ষায় কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি দল ল্যামট মেশিন বোট দিয়ে বিশেষ প্রযুক্তির ব্যবহার করে নদীতে ছড়িয়ে পড়া তেল অপসারণের কাজ করছে বলে জানিয়েছেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা শফিউল কিঞ্জল।
বিডি প্রতিদিন/এএ