জয়পুরহাটে দুস্থ ও অসহায় শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেছে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)। বৃহস্পতিবার বিকালে পুলিশ লাইন্স চত্বরে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় পুনাক জয়পুরহাটের সভানেত্রী রেশমা আলম, সাধারণ সম্পাদক ঈশাদী নেওয়াজ বৈশাখী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফারজানা হোসেন উপস্থিত ছিলেন।
জয়পুরহাটের পুনাক সভানেত্রী রেশমা আলম বলেন, পুনাক একটি সেবামূলক প্রতিষ্ঠান। আমরা আমাদের ক্ষুদ্র প্রয়াস থেকেই পুনাক এর মাধ্যমে দরিদ্র, অসহায় ও ছিন্নমূল মানুষগুলোর সহায়তায় সব সময় এগিয়ে আসি। সেই ধারাবাহিকতায় শীতার্তদের এখন কম্বল দিচ্ছি। আমরা যাতে এই মানুষগুলোর জন্য সব সময় এভাবে কাজ করে যেতে পারি। সেজন্য সকলকে পাশে চাই এবং সবার দোয়া কামনা করছি।
বিডি প্রতিদিন/এএ