উত্তর ময়মনসিংহের সেরা ও ঐতিহ্যবাহী ক্বওমী শিক্ষা প্রতিষ্ঠান ফুলপুুরের জামিয়া আরাবিয়া আশরাফুল উলূম বালিয়ায় খতমে কুরআন ও খতমে বুখারী উপলক্ষে দুইদিনব্যাপী ১০৪তম বড়সভা আজ শুক্রবার বাদ জুমা শুরু হয়েছে। চলবে ৩১ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত। এতে দেশবরেণ্য উলামায়ে কেরাম ওয়াজ ফরমাবেন। সভায় প্রতি বছর লাখ লাখ মুসল্লির আগমন ঘটে। সভাটি উপলক্ষে ফুলপুরের ঘরে ঘরে চলছে উৎসবের আমেজ। এর নিরাপত্তা বিধানে ফুলপুর ওসি আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে কাজ করছে একদল চৌকস পুলিশ অফিসার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি। সভায় সভাপতিত্ব করবেন বালিয়া মাদরাসার শিক্ষা উপদেষ্টা প্রবীণ আলেম শায়খুল হাদীস আল্লামা এমদাদুল হক ও মজলিসে আমেলার সভাপতি হাফেজ মাওলানা মুজিবুর রহমান।
আজ এতে বয়ান করবেন হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, ময়মনসিংহের মুফতী মাহবূবুল্লাহ, মুফতী আলী হাসান উসামা, মুফতী ওয়ালীউল্লাহ, নেত্রকোনার মাওলানা আব্দুল কাইয়ূম, মাগরিবের পর হাটহাজারী মাদরাসার নায়েবে মুহতামিম মুফতী জসিম উদ্দিন, আন্তর্জাতিক মুফাসসিরে কুরআন আল্লামা নূরুল ইসলাম ওলীপুরী, আল্লামা মুজিবুর রহমান চাটগামী, বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, কিশোরগঞ্জের জামিয়া এমদাদিয়ার মুহতামিম আল্লামা জিয়া উদ্দিন, আল্লামা আব্দুল আজিজ লক্ষীপুরী, ময়মনসিংহের আল্লামা আব্দুর রহমান হাফেজ্জী, মুফতী আহমাদ আলী, ময়মনসিংহ বড় মসজিদের ইমাম ও খতীব হাফেজ মাওলানা আব্দুল হক প্রমুখ।
এছাড়া ৩১ ডিসেম্বর বাদ মাগরিব বয়ান করবেন ভারতের শায়খুল হাদীস আল্লামা আফফান মুনসুরপুরী, জর্ডানের শায়েখ আবু উবায়দাহ মো. উমর ফাযিল, বেফাকের চেয়ারম্যান গুলশান আজাদ মসজিদের খতীব মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান, বেফাকের মহাপরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী, মাওলানা রেজাউল করিম আবরার, আল্লামা আরিফ বিন হাবিব, মাওলানা সিবগাতুল্লাহ নূর, মাওলানা মাজহারুল ইসলাম মাজহারী, খতীবে বাঙাল আল্লামা জুনাইদ আল হাবীব, মাওলানা মুসলেহ উদ্দিন রাজু, মুফতী মুহাম্মাদুল্লাহ, ময়মনসিংহের আল্লামা খালেদ সাইফুল্লাহ সাদী প্রমুখ। এতে যিকিরের সাথে দলে দলে যোগদান করার জন্য মাদরাসার শিক্ষা উপদেষ্টা মাওলানা এমদাদুল হক, মুহতামিম মাওলানা ওয়াইজ উদ্দিন, সভাপতি হাফেজ মাওলানা মুজিবুর রহমান ও প্রচার সম্পাদক অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান সকলকে আহ্বান জানিয়েছেন।
বিডি প্রতিদিন/এএ