বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লক্ষ্মীপুর জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জেলা শহরের শ্রী শ্রী শ্যামসুন্দর জিউর আখড়ায় ব্যাপক আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনের শুরুতে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। দুই অধিবেশনের মধ্য দিয়ে এ সম্মেলন সম্পন্ন হয়। এর প্রথম অধিবেশনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন। সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি জে এল ভৌমিক।
শংকর মজুমদার এর সভাপতিত্বে ও স্বপন দেবনাথ এর সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এর সাধারণ সম্পাদক অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাহ্ উদ্দিন টিপু, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি মনীন্দ্র কুমার নাথ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা মন্ডলির সদস্য
অ্যাডভোকেট জহরলাল ভৌমিক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি জয়ন্ত কুমার দেব,
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারন সম্পাদক নারায়ন সাহা মনি, যুগ্ম সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা,সাংগঠনিক সম্পাদক রমেন মন্ডল,মতি লাল রায়, তাপস কুন্ডু,আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. সন্তোষ কুমার দেব,বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট রতন লাল ভৌমিক,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লক্ষ্মীপুর এর প্রধান উপদেষ্টা আ্যডভোকেট শৈবাল কান্তি সাহা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ লক্ষ্মীপুর জেলা শাখার সাধারন সম্পাদক স্বপন দেবনাথ প্রমুখ নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/এএ