‘আগামী এক সপ্তাহের মধ্যে মুন্সীগঞ্জ জেলার সকল স্বর্ণ ব্যবসায়ীকে বাজুসের একই ছাতার নিচে নিয়ে আসা হবে।’
মুন্সীগঞ্জ স্বর্ণশিল্পালয় সংগঠনের সঙ্গে মতবিনিময় সভায় এমন আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) নেতৃবৃন্দ।
শুক্রবার দুপুরে শহরের ফ্রেন্ডস কিচেন রেস্টুরেন্টে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে জেলার সকল স্বর্ণ ব্যবসায়ী ছাড়াও বাজুসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় মুন্সীগঞ্জ জেলার বালিগাঁও বাজারে বৃহস্পতিবার রাতে ডাকাতি হওয়া স্বর্ণ-মালামাল উদ্ধারে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানান বক্তারা। সেইসঙ্গে দেশের সকল স্বর্ণ ব্যবসায়ীর নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়।
মুন্সীগঞ্জ স্বর্ণশিল্পালয় সংগঠনের জেলা সভাপতি অজয় কর্মকার পুটুর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন বাজুসের সাবেক সভাপতি ও বর্তমান স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক মনিটরিংয়ের চেয়ারম্যান ডা. দিলীপ কুমার রায়।
আরো বক্তব্য দেন বাজুসের সহ-সম্পাদক নারায়ণ চন্দ্র দে, কার্যনির্বাহী সদস্য মো. রিপনুল হাসান, সাবেক কোষাধ্যক্ষ ও বর্তমান কার্যনিবাহী সদস্য পবিত্র চন্দ্র ঘোষ এবং মুন্সীগঞ্জ জেলা স্বর্ণশিল্পালয় সংগঠনের সাধারণ সম্পাদক লক্ষণ মুখার্জি।