উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল অনাথ বন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে শুক্রবার দিনভর নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল ১০টায় স্কুল চত্তর থেকে বের হওয়া একটি বর্নাঢ্য র্যালী বামরাইলের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এতে স্কুলের সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং শিক্ষকরা উপস্থিত ছিলেন।
পরে স্কুল চত্তরে এক আলোচনা ও স্মৃতিচারন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মো. শাহেআলম। স্কুলের সাবেক শিক্ষার্থী ও সাবেক এমপি আব্দুল ওয়াদুদ সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান আব্দুল মজিদ শিকদার বাচ্চু, উপজেলা আওয়ামী লীগ সভাপতি এস এম জামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গিয়াসউদ্দিন বেপারী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক মো. আনোয়ার হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন, বামরাইল ইউপি চেয়ারম্যান মো. ইউসুফ হাওলাদার, অনাথ বন্ধু মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ডা. রাইসুল হাসান আল আরাফ, শতবর্ষ পূর্তি উদযাপন কমিটির সভাপতি মো. মজিবুর রহমান দেওয়ান এবং অনাথ বন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু ইউসুফসহ অন্যান্যরা পুরনো দিনের স্মৃতিচারণ করেন।
বিডি প্রতিদিন/এএ