দিনাজপুরের নবাবগঞ্জে ইঞ্জিন চালিত ট্রলির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলেই মনিরুল ইসলাম (২৫) নামে একজনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩০ ডিসেম্বর) সন্ধায় উপজেলার ভাদুরিয়া-নবাবগঞ্জ আঞ্চলিক সড়কের আখিরা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত মনিরুল ইসলাম উপজেলার দাউদপুর ইউনিয়নের উত্তর মুরাদপুর গ্রামের মানিক মিয়ার ছেলে। সে দুর্ঘটনায় পতিত ট্রলিটির চালকের সহকারী (হেলপার) হিসেবে কাজ করতেন।
এদিকে এই দুর্ঘটনায় আহত হয়েছেন ট্রলিটির চালক ইমরান আলী এবং মোটরসাইকেলে থাকা দুজন। তাদের তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্থানীয় লোকজন। মোটরসাইকেলে থাকা দুজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ