মেহেরপুর স্টুডেন্ট ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ও উচ্চশিক্ষার ক্ষেত্রে কৃতি শিক্ষার্থী এবং বিশেষ কৃতিত্ব অর্জনকারীদের সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে দশটার দিকে মেহেরপুর ড. শহীদ শামসুজোহা নগর উদ্যানে এই সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আয়োজন কমিটির আহ্বায়ক মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রফিকুল ইসলাম, গাংনী সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মনিরুল ইসলাম, মেহেরপুর জেলা শিক্ষা অফিসার মোঃ মাহফুজুল হোসেন, ছহিউদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ একরামুল আজিম প্রমূখ।
পরে এসএসসিতে জিপিএ ৫ প্রাপ্ত ও উচ্চ শিক্ষার ক্ষেত্রে কৃতি শিক্ষার্থী ও বিশেষ কৃতিত্ব অর্জনকারীর সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ