দিনাজপুরের নবাবগঞ্জে শ্যালো মেশিনের ইঞ্জিনচালিত ট্রলির চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীতমুখি মোটরসাইকেলের সাথে সংঘর্ষে মনিরুল ইসলাম নামে ওই ট্রলির চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলচালক ও ট্রলির হেলপার গুরুতর আহত হয়েছেন। আহতদের নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
শুক্রবার দিবাগত সন্ধ্যা ৭টার দিকে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার দাউদপুর বাজার থেকে ভাদুরিয়াগামী পাকা সড়কের আখিরা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
মনিরুল ইসলাম (২৬) নবাবগঞ্জ উপজেলার উত্তর মুরাদপুর গ্রামের মানিক মিয়ার ছেলে।
স্থানীয়রা ও পুলিশ জানায়, শুক্রবার দিবাগত সন্ধ্যা ৭টার দিকে চালক নবাবগঞ্জের ভাদুরিয়া বাজার হতে খড় বোঝাই ট্রলি দ্রুত গতিতে চালিয়ে নিজ বাড়ি মুরাদপুর আসার পথে আখিরা নামক স্থানে ট্রলির ডান চাকা ফেটে যায়। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীতদিক থেকে আসা চলন্ত মোটরসাইকেলের সাথে ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রলিরচালক মনিরুল ইসলাম ঘটাস্থালেই নিহত হন। ঘটনাস্থলে উপস্থিত লোকজন ট্রলির ও মোটরসাইকেল চালককে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
নবাবগঞ্জ থানার ওসি ফেরদৌস ওয়াহিদ এর সত্যতা নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ