কুড়িগ্রামে কনকনে ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সকাল থেকে ঘন কুয়াশা ও আকাশ মেঘে ঢাকা রয়েছে। গত তিনদিন ধরে তাপমাত্রা কমছে এবং শীতের তীব্রতা উঠেছে চরমে। এ অবস্থায় নিন্ম আয়ের মানুষের ভোগান্তি ক্রমেই বাড়ছে।
রাজারহাট কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো:তুহিন মিয়া জানান, শনিবার সকাল ৯টায় জেলায় ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তিনি জানান, গত তিনদিন ধরে জেলার তাপমাত্রা ওঠানামা করছে ১০ থেকে ১২ডিগ্রিতে। তবে আরো তাপমাত্রা কমতে পারে বলে আশংকা করা হচ্ছে। এদিকে, অতিরিক্ত ঠান্ডায় ঘর থেকে মানুষজন বের হতে পারছেন না। দিনের বেলা হেডলাইট জ্বালিয়ে যান চলাচল করছে। সরকারি ও বেসরকারি পর্যায়ে শীতবস্ত্র বিতরণ করা হলেও আরো পর্যাপ্ত শীতবস্ত্র প্রয়োজন বলে দাবি এলাকার শীতার্ত মানুষের। গরম কাপড়ের অভাবে তীব্র শীত কষ্টে ভুগছেন ছিন্নমুল ও হতদরিদ্ররা।ঠান্ডায় কাজে বের হতে না পারায় অতি কষ্টে পরিবার পরিজন নিয়ে দিন পার করছেন দিনমজুর শ্রেণির মানুষ।
জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ জানান, এ পর্যন্ত ৩৮ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। মন্ত্রণালয় থেকে আরো ১৫ হাজার কম্বল হাতে পেয়েছি। তা বন্টন করা হবে।
বিডি প্রতিদিন/এএম