ঘন কুয়াশা আর কণকণে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে দিনাজপুরের জনজীবন। বিপাকে পড়েছে শ্রমজীবিসহ নিম্ন আয়ের মানুষ। অনেকে কাজ না পেয়ে কষ্টে দিন পার করছে। ছিন্নমূল আর গ্রামীণ মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।
ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে দিনাজপুর অঞ্চল। সড়ক-মহাসড়কে সব ধরনের যানবাহন হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করেছে।
দিনাজপুর আবহাওয়া অফিস কর্মকর্তা মো.আসাদুজ্জামান বলেন, শনিবার দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসে আর্দ্রতা ছিল ৯৬ ভাগ। চলতি সপ্তাহে জেলায় স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টি হলে তাপমাত্রা কমতে শুরু করবে। এ ছাড়াও জানুয়ারি মাসে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
বিডি প্রতিদিন/হিমেল