গাজীপুরের কালিয়াকৈরে শনিবার অর্ধগলিত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তার পরিচয় পাওয়া যায়নি। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার লতিফপুর এলাকায় অবস্থিত কালিয়াকৈর থানার পাশে বেলকা বিলে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী।
খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ বিকেল ৫টার দিকে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। নিহতের পরিচয় পাওয়া যায়নি। আনুমানিক তার বয়স ৫০ বছর।
কালিয়াকৈর থানার ওসি তদন্ত আবুল বাশার জানান, বিল থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের পর তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
বিডি প্রতিদিন/এএম