আগামীকাল ১ জানুয়ারি রবিবার ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হবে বই উৎসব। এ উপলক্ষে ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বছরের প্রথম দিন বেলা ১১টায় গভ. মডেল গার্লস হাই স্কুলে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেবেন জেলা প্রশাসক মো. শাহগীর আলম।
এছাড়াও জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা তাদের প্রতিষ্ঠানে ক্লাসভিত্তিক বই বিতরণ করেন। এদিকে নতুন বছরের প্রথম দিনে বই পাওয়ার আনন্দে মাতোয়ারা কোমলমতি শিক্ষার্থীরা। গভ. মডেল গার্লস হাইস্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী তামিমা জান্নাত মোহনা বলেন, বছরের প্রথম দিনে বই পাওয়া সত্যিই আনন্দের। তিনি বছরের প্রথমদিনে বিনামূল্যে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়ার জন্য সরকারকে ধন্যবাদ জানান।
নতুন বইয়ের বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. খোরশেদ আলম বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলায় প্রাথমিক পর্যায়ে ২৪ লাখ ৩ হাজার ৫৭৪টি বইয়ের চাহিদা রয়েছে। তিনি বলেন, এর মধ্যে প্রাক প্রাথমিকের ৭৭ হাজার ৬৫৬ শিক্ষার্থীর জন্য পুরো বই এসেছে। বাকি ক্লাশগুলোর আংশিক বই এসেছে। পর্যায়ক্রমে সকল বই এসে পড়বে।
জেলা শিক্ষা অফিসার মো. জুলফিকার হোসেন বলেন, এ বছর ব্রাহ্মণবাড়িয়া জেলায় মাধ্যমিক পর্যায়ে ১ লাখ ৯৭ হাজার ৬৫২ জন শিক্ষার্থীর মধ্যে নতুন বই তুলে দেয়া হবে। এখন পর্যন্ত ৭০ ভাগ বই চলে এসেছে, পর্যায়ক্রমে বাকি বইগুলো এসে পড়বে।
বিডি প্রতিদিন/হিমেল