প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে বগুড়ার শেরপুর উপজেলার পাঁচ হাজার তিনশ’ নব্বই শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ শুরু করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলার সুঘাট ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে দরিদ্র মানুষের হাতে কম্বল তুলে দিয়ে এই বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু।
সুঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান জিন্নাহ্র সভাপতিত্বে ওই বিতরণ অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, অত্র সুঘাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাদাত হোসেন টুকু, যুগ্ম সাধারণ সম্পাদক মুনছুর রহমান ঠান্ডু, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন। পরে স্থানীয় বিভিন্ন গ্রামের চার শতাধিক হতদরিদ্র নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এদিকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামছুন্নাহার শিউলী জানান, পৌরসভাসহ এই উপজেলার দশটি ইউনিয়নে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে পাঁচ হাজার তিনশ’ নব্বই টি কম্বল বরাদ্দ দেওয়া হয়েছে। সে অনুযায়ী প্রতিনিধি ইউনিয়নে চারশ’ নব্বইটি করে কম্বল দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় সুঘাট ইউনিয়নে দরিদ্র শীতার্ত মানুষের বিতরণেল মধ্যদিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো।
বিডি প্রতিদিন/হিমেল