শেরপুরে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার শহরের সজবরখিলাস্থ শাহিন ক্যাডেট স্কুল মাঠে স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপলক্ষে এ পিঠা উৎসবের আয়োজন করা হয়।
এতে দেড় শতাধিক বাহারি রকমের ও টক মিষ্টি ঝাল স্বাদের পিঠার নয়টি স্টল বসেছিল। উৎসবে প্রধান অতিথি ছিলেন শেরপুরে জেলা পুলিশ সুপার মোনালিসা বেগম। আপ্যায়ন ও বিক্রিতে জমজমাট হয়ে ওঠে এই উৎসব।
অনেক পিঠাপ্রেমীরা মেলায় এসে ঘুরে ঘুরে বাহারি সব পিঠা দেখেন এবং তাদের বন্ধু-বান্ধবদের নিয়ে আড্ডায় মেতে ওঠেন। পিঠার স্টল মালিকরাও জানান, বেশ ভালোই বিক্রি হয়েছে। এমন আয়োজন প্রতি বছরই হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
বিডি প্রতিদিন/এমআই