নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের সমর্থনে শেরপুর জেলা বিএনপি লিফলেট বিতরণ করেছে।
বৃহস্পতিবার নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের জনমত তৈরির লক্ষ্যে শেরপুর শ্রীবরদীর বিভিন্ন বাজারে জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেলের নেতৃত্বে শেরপুরের বিভিন্ন বাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহিম দুলাল, শ্রীবরদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলাল, শ্রীবরদী শহর বিএনপির সভাপতি আকুল চৌধুরী, শ্রীবরদী শহর বিএনপির সাধারণ সম্পাদক খোকনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।
বিডিপ্রতিদিন/কবিরুল