গাইবান্ধায় কারাগারের দেয়াল টপকে নাজমুল ইসলাম (২৭) নামে চুরির অভিযোগে গ্রেফতারকৃত এক আসামি পলায়নের ঘটনায় সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। জেলার মো. লাভলু মিয়া বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
শুক্রবার (২৯ ডিসেম্বর) রাতে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা এ তথ্য নিশ্চিত করেন।
নাজমুলের বাড়ি গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার পূর্ব শিমুল তাইড় গ্রামে।
মামালার অভিযোগ সূত্রে জানা গেছে, একটি চুরির মামলায় গত ২৪ ডিসেম্বর আদালত থেকে গাইবান্ধা কারাগারে নিয়ে আসা হয় বন্দি নাজমুল হোসেনকে। পরদিন ২৫ ডিসেম্বর সকালে বন্দিশালা খুলে দিলে আসামি নাজমুল কারাগারের প্রাচীর টপকে সটকে পড়েন। ওই দিন বিকালে বিষয়টি কারাগার কর্তৃপক্ষের নজরে এলে তারা খুঁজতে থাকে। চলে খোঁজার অভিযান। খুঁজে না পেয়ে ওই দিন থেকে বিষয়টি গোপন রাখা হয় ও পুলিশি অভিযানের দুদিন পর বৃহস্পতিবার রাতে বিষয়টি ফাঁস হয়ে যায়।
গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা বলেন, জেলা কারাগারের দেয়াল টপকে নাজমুল নামের এক আসামি পলায়নের ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।
বিডি প্রতিদিন/হিমেল