কুমিল্লা-১ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী এবং দলের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনা টানা চতুর্থ বার এবং পঞ্চমবারের মত দেশের প্রধানমন্ত্রীর হিসেবে শপথ নিবেন। নৌকার জোয়ারে সব ভেসে যাবে। নৌকার এই জোয়ার ঠেকানোর শক্তি কারো নেই। নির্বাচনি ট্রেন চলছে, আগামী ৭ জানুয়ারি নির্বাচনে জয় লাভের মাধ্যমে এই ট্রেন থামবে।
শুক্রবার (২৯ ডিসেম্বর) দাউদকান্দি উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ঢাকারগাঁও, মোহাম্মাদপুর মার্কেট, সুন্দলপুর মনির মার্কেট, বড়গোয়ালীতে এবং বারপাড়া ইউনিয়নের বারপাড়া, ইছাপুর, তিনচিটাতে পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
এসময় গণসংযোগ ও পথ সভায় উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও কুমিল্লা-১ আসনের নৌকা প্রার্থীর প্রধান সমন্নয়ক অধ্যাপক ড. আব্দুল মান্নান জয়, বশিরুল আলম মিয়াজী, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আহসান হাবিব লিল মিয়া।
বিডি প্রতিদিন/নাজমুল