নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলন সফল করতে সিরাজগঞ্জে লিফলেট বিতরণ করেছে বিএনপি, ছাত্রদল ও যুবদল।
শনিবার সকালে জেলা বিএনপির সাধারণ সম্পাদল সাইদুর রহমান বাচ্চুর নেতৃত্বে শহরের এসএস রোডস্থ বড়বাজার ও সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের কান্দাপাড়া বাজারে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ, দোকানদার, রিক্সাওয়ালা ও যাত্রীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরণকালে জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক এড. রফিক সরকার, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এস এম আনোয়ার হোসেন রাজেশ, মহিলা দলের সভাপতি সাবিনা ইয়াসমিন হাসি, জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, পৌর বিএনপির সিনিয়র সাধারণ সম্পাদক রেজাউল জোয়াদ্দার ও সদর উপজেলা বিএনপির সভাপতি রফিক সরকারসহ ছাত্রদল, যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
লিফলেট বিতরণকালে সকলের উদ্দেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, আগামী ৭ জানুয়ারি সরকার একতরফা ডামি নির্বাচনের আয়োজন করেছে। নির্বাচন বাতিলের জন্য বিএনপি হরতাল-অবরোধ কর্মসূচি পালন করেছে। কিন্তু সরকার নাশকতা তৈরি করে মিথ্যা ও গায়েবি মামলা দিয়ে বিএনপির নেতাকর্মীদের হয়রানি করছে। তাই বিএনপি লিফলেট বিতরণের শান্তিপূর্ণ কর্মসূচি নিয়েছে। সেখানেও বাধা আসছে।
তিনি বলেন, বিএনপির নির্বাচন বর্জনের লিফলেট জনগণ স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করছে। জনগণের মধ্যে নির্বাচন বর্জনের ব্যাপক সাড়া পড়েছে। কিন্তু যারা একতরফা নির্বাচন করছে তাদের লিফলেট সাধারণ জনগণ গ্রহণ করছে না। আগামী ৭ জানুয়ারি নির্বাচনের দিন ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি।
বিডি-প্রতিদিন/বাজিত