চাঁদপুর সদর উপজেলার ঘাসিপুর এলাকায় ডাকাতিয়া নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ নৌ পুলিশ উদ্ধার করেছে। রবিবার দুপুরে স্থানীয়রা নদীতে ভাসমান মৃতদেহ দেখে পুলিশে খবর দিলে, অজ্ঞাত মরদেহটি পুলিশ উদ্ধার করে।
চাঁদপুর নৌ থানার ওসি মোঃ কামরুজ্জামান জানান, উদ্ধারকৃত নারীর বয়স আনুমানিক ৬০ বছর হবে। তবে তার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ