বাগেরহাটের ফকিরহাট উপজেলা থেকে চারটি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, পাঁচ রাউন্ড গুলি ও ১৩টি ককটেল উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব-৬)। রবিবার দুপুরে খুলনা-বাগেরহাট মহাসড়ক সংলগ্ন ফকিরহাটের নওয়াপাড়ার ফাঁকা মাঠে র্যাবের বোমা ডিসপোজাল ইউনিটের সদস্যরা ককটেলগুলো বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করে। এর আগে শনিবার গভীর রাতে ফকিরহাট উপজেলার নওয়াপাড়ার পানবাজার এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এসব চারটি আগ্নেয়াস্ত্র, পাঁচ রাউন্ড গুলি ও ১৩টি ককটেল উদ্ধার করে র্যাব-৬ এর সদস্যরা। তবে এসময় কাউকে আটক করতে পারেনি র্যাব।
র্যাব-৬ এর পরিচালক লেফট্যানেন্ট কর্নেল মো. ফিরোজ কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান শনিবার গভীর রাতে পানবাজার এলাকা অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় চারটি দেশি-বিদেশি চারটি আগ্নেয়াস্ত্র, পাঁচ রাউন্ড গুলি ও ১৩টি শক্তিশালী ককটেল উদ্ধার করা হয়। তবে এসম কাউকে আটক জরা সম্ভব হয়নি। র্যাবের উপস্থিতি টের পেয়ে অস্ত্র ককটেল ও গোলাবারুদ ফেলে রেখে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়। দুষ্কৃতিকারীরা নাশকতা করতে এসব আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদের মজুদ করেছিল বলে দাবি করেন এই র্যাব কর্মকর্তা। উদ্ধার হওয়া বিষ্ফোরক ককটেলগুলো শক্তিশালী জানমালের ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভবনা থাকায় র্যাবের বোমা ডিসপোজাল ইউনিটের সদস্যরা ককটেলগুলো বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করে।
বিডি প্রতিদিন/এএ