জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, ‘যতবার নৌকার বিজয় হয়েছে দেশ উন্নয়নে এগিয়ে গেছে। তাই ৭ জানুয়ারির নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে সকলের কাছে দোয়া প্রার্থনা করি।’
রবিবার দিনাজপুর শহরের নাজমা গার্ডেন কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর-৩ (সদর) আসনের
এই নৌকার প্রার্থী এসব কথা বলেন।
এ সভার আয়োজন করে বাংলাদেশ মহানাম সংকীর্তন সমন্বয় পরিষদ দিনাজপুর সদর উপজেলা শাখা।
হুইপ ইকবালুর রহিম বলেন, ‘আজকে ডিজিটাল বাংলাদেশ হয়েছে বলেই দ্রুত গতিতে সেবা পাচ্ছেন জনগণ। এর কারণ নৌকার বিজয় নিশ্চিত হয়েছে বলেই। ভবিষ্যৎ স্মার্ট বাংলাদেশ হবে সাশ্রয়ী, টেকসই, জ্ঞানভিত্তিক, বুদ্ধিদীপ্ত ও উদ্ভাবনী। শতভাগ ডিজিটাল অর্থনীতি আর বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক সাক্ষরতা অর্জিত হবে, তৈরি হবে পেপারলেস ও ক্যাশলেস সোসাইটি।’
বাংলাদেশ মহানাম সংকীর্তন সমন্বয় পরিষদ দিনাজপুর সদর উপজেলা শাখার সভাপতি শ্রী পদক বসাকের সভাপতিত্বে এতে বক্তব্য দেন বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক অতিরিক্ত মহাপরিচালক প্রফেসর ডা. নাসিমা সুলতানা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইমদাদ সরকার, দিনাজপুর পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা শফিকুল হক ছুটু, বাংলাদেশ মহানাম সংকীর্তন সমন্বয় পরিষদ দিনাজপুর শাখার আহ্বায়ক চিত্ত ঘোষ, সদস্য সচিব রবীন্দ্র নাথ রায়, বাংলাদেশ মহানাম সংকীর্তন সমন্বয় পরিষদ দিনাজপুর সদর উপজেলা শাখার সাধারন সম্পাদক কানাই চন্দ্র রায়, বাংলাদেশ হরিনাম সংকীর্তন সোসাইটি দিনাজপুর-ঠাকুরগাও-পঞ্চগড় জোনের সভাপতি শ্রী সাগর দাস, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সুব্রত মজুমদার ডলার, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মানবেন্দ্র রায়, হুইপের পুত্র রাফিদুর রহিম, কন্যা ইশরাক মারজিয়া প্রমুখ। গীতা পাঠ করেন রাজারামপুর হরিসভা কমিটির সভাপতি মদন চন্দ্র দাস।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ