মৌলভীবাজার-৩ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোহাম্মদ জিল্লুর রহমানের সমর্থনে সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে মৌলভীবাজার পৌরজনমিল কেন্দ্রে এ সভা হয়।
মৌলভীবাজার সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. সামছুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী টিপু’র পরিচালনায় বক্তব্য রাখেন মৌলভীবাজার-৩ আসনে নৌকার প্রার্থী মোহাম্মদ জিল্লুর রহমান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি সুব্রত পুরকায়স্থ, কেন্দ্রীয় উপ-প্রবাসী কল্যাণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাবেক জেলা সভাপতি নজমুল হক, জেলা আ'লীগের সহ-সভাপতি মসুদ আহমদ, আওয়ামী লীগ নেতা সৈয়দ নওশের আলী খোকন ও ছাত্রলীগের সাবেক জেলা সভাপতি মো. জাকারিয়া প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল