বান্দরবানের লামা উপজেলায় ৯ তামাক চাষিকে অপহরণ করার অভিযোগ ওঠেছে অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে। সোমবার (৭ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার সরই ইউনিয়নের লেমুপালং এলাকায় তামাক ক্ষেত থেকে তাদেরকে অপহরণ করা হয়।
অপহৃতদের মধ্যে ২ জনের নাম পাওয়া গেছে। তারা হলেন, মো. ভুট্টু ও আবু তাহের। তারা দুজন ওই তামাক ক্ষেতের মালিক বলে জানা গেছে। বাকিদের পরিচয় জানা যায়নি।
বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, অপহৃত তামাক চাষিদের উদ্ধার করতে ইতোমধ্যে সম্ভাব্য এলাকাগুলোতে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে অভিযান চালাচ্ছে। কে বা কারা তামাক চাষিদের অপহরণ করেছে সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, তামাক ক্ষেতে কাজ শেষে খামার ঘরে ঘুমিয়ে ছিলো সবাই। এ সময় একদল সশস্ত্র সন্ত্রাসী এসে অস্ত্রের মুখে তাদের অপহরণ করে অজ্ঞাত স্থানের উদ্দেশ্যে নিয়ে যায়।
বিডি প্রতিদিন/জামশেদ