লক্ষ্মীপুরে ছয়টি গুইসাপ (রামগাদি) শিকারের দায়ে তিনজনকে এক হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে সদর ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জামশেদ আলম রানা এ দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- নিখিল ত্রিপুরা, অতিন্দ্র ত্রিপুরা, তিমিট ত্রিপুরা। তারা খাগড়াছড়ি জেলার দিঘিনালা উপজেলার বাসিন্দা।
এর আগে সকালে সদর উপজেলার উত্তর হামছাদী এলাকা থেকে তাদেরকে আটক করে লক্ষ্মীপুর বন বিভাগের কর্মীরা। পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। পরে গুইসাপগুলো উত্তর হামছাদী ইউনিয়নের বেড়িবাঁধ নামক স্থানে পুনরায় অবমুক্ত করা হয়।
ইউএনও জামশেদ আলম রানা বলেন, গুইসাপ শিকারের দায়ে তিনজনকে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে এক হাজার করে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। গুইসাপগুলো অবমুক্ত করা হয়েছে।
বিডি প্রতিদিন/মুসা