লক্ষ্মীপুরের রায়পুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে বিএনপি কর্মী সাইজ উদ্দিন দেওয়ান (৪০) খুনের পর এবার ৩টি বাড়িঘরে হামলা-অগ্নিসংযোগ করা হয়েছে। আজ মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের বাবুরহাট এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগ রয়েছে, রায়পুর উপজেলা কৃষকদলের সদস্য সচিব জিএম শামীমের অনুসারীরা উত্তর চরবংশী ইউনিয়ন ৭ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আহমেদ উল্যা গাজী, উত্তর চরবংশী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন খান ও সদস্য আনোয়ার মালের বসতঘর আগুন দিয়ে পুড়িয়ে দেয়। ভুক্তভোগীরা উপজেলা বিএনপির সদস্য ফারুক কবিরাজের অনুসারী হিসেবে পরিচিত।
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্র জানায়, ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতনের পর উত্তর চরবংশী ইউনিয়নে উপজেলা কৃষকদলের সদস্য সচিব জিএম শামীম ও উপজেলা বিএনপির সদস্য ফারুক কবিরাজের লোকজনের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। এর জের ধরে দুই দফায় শামীম ও ফারুকের নেতাকর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে ওই ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদলসহ সব অঙ্গসংগঠনের কার্যক্রম বিলুপ্ত করা হয়। সোমবার (৭ এপ্রিল) আধিপত্য বিস্তার নিয়ে বেড়ি ও বাবুরহাট এলাকায় কৃষকদল নেতা শামীম গাজী ও ফারুক কবিরাজের অনুসারী হিসেবে পরিচতি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফারুক গাজীর
লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এতে একজন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়। ঘটনার সময় বিল্লাল মাঝি, আবু তাহের মাঝি, জিহাদ হোসাইনের বসতবাড়িতে শামীমের অনুসারীরা ভাঙচুর ও লুটপাট করে। এর জের ধরেই মঙ্গলবার দুপুরে ফের হামলা চালিয়ে শামিম গাজীর অনুসারীরা ফারুক কবিরাজের লোকজনের বাড়িঘরে অগ্নিসংযোগ করে। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কেউ ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি। দু’পক্ষের দফায় দফায় সংঘর্ষ, হামলা-ভাঙচুর, হত্যা, অগ্নিসংযোগের ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, সংঘর্ষে এক ব্যক্তি নিহত এবং ১৫ জন আহত হয়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। কেউ থানায় কোন মামলাও করেনি। মামলা করলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাস্থল এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে। কয়েকটি বসতঘরে আগুন লাগানো হয়েছে। পুলিশ গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রসঙ্গত, নিহত বিএনপিকর্মী সাইজ উদ্দিন উত্তর চরবংশী ইউনিয়নের চরঘাষিয়া গ্রামের বাসিন্দা। তিনি ৩ মাস আগে স্পেন থেকে দেশে আসেন।
বিডি প্রতিদিন/জামশেদ