ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর গণহত্যার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বগুড়া জেলা ছাত্রদল। আজ মঙ্গলবার দুপুরে বিক্ষোভ মিছিল সাতমাথা জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে আলতাফুন্নেছা খেলার মাঠে গিয়ে শেষ হয়। মিছিল পূর্বে সাতমাথা মুক্তমঞ্চে সমাবেশ করা হয়।
জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম আর ইসলাম পলাশের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ উন-নবী সালাম, বিএনপি নেতা শেখ তাহা উদ্দিন নাঈন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা মহিলা দল নেত্রী নাজমা আক্তার।
সমাবেশে বক্তারা বলেন, ইসরায়েলি বাহিনী গাজায় হামলা ও নির্মম গণহত্যা চালিয়ে বিশ্বের সকল মুসলমানদের অন্তরে আঘাত করেছে। এ হামলার মাধ্যমে তারা যুদ্ধাপরাধ করেছে।
বিডি প্রতিদিন/নাজমুল