পটুয়াখালীর দুমকি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ (৬৫) কে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে দুমকি থানা পুলিশ। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ১১ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ভূমি পল্লী আবাসিক এলাকায় তার এক আত্মীয়ের বাসা থেকে তাকে আটক করে দুমকি থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
জানা যায়, আবুল কালাম মৃধা উপজেলা বিএনপি অফিস ভাংচুর, লুট ও মারধরের অভিযোগে দায়েরকৃত মামলার ১নং এজাহারভুক্ত আসামী। বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন দমন করতে গত ৪ আগস্ট নেতৃত্ব দিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ, যুবলীগ দিয়ে হামলা ও সংবাদ সংগ্রহ করার কারণে সাংবাদিকদের উপর ক্ষিপ্ত হয়ে দুমকি প্রেসক্লাব কার্যালয় ভাংচুর এবং সাংবাদিকদের আহত করে।
দুমকি থানা অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুমকি উপজেলা বিএনপি অফিস ভাংচুর মামলার ১নং এজাহারভুক্ত আসামি আবুল কালাম মৃধাকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/জামশেদ