বরগুনার আমতলীতে এক পরীক্ষার্থী প্রেমিকের বিয়ের প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় পরীক্ষায় অংশ না নিয়ে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছেন। ১৬ বছরের কিশোরী সীমা আক্তারের দাবি, আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিয়ে না হলে তিনি বিষপান করে আত্মহত্যা করবেন। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
সূত্র জানিয়েছে, বরগুনা জেলার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের পূর্ব চন্দ্রা গ্রামের হেলাল মৃধার ছেলে, অনার্স পড়ুয়া আরিফ মৃধার (২২) সঙ্গে পশ্চিম চুনাখালী গ্রামের মোশারফ মাতুবরের মেয়ে সীমা আক্তারের তিন বছরের প্রেমের সম্পর্ক চলছিল।
সীমার অভিযোগ, আরিফ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার বিভিন্ন হোটেলে নিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছেন। কিন্তু বিয়ে করছেন না। বিয়ের দাবিতে ৩ এপ্রিল সীমা আরিফের বাড়িতে গেলে আরিফের পরিবার তাকে ফিরিয়ে দেয় এবং কিছুদিন অপেক্ষা করতে বলে।
অবশেষে বৃহস্পতিবার ফের বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে উপস্থিত হন সীমা এবং অনশন শুরু করেন। দুপুরের দিকে আরিফ ও তার পরিবার বাড়ি ছেড়ে পালিয়ে যান। সীমা বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিয়ে না করলে আমি বিষপান করে আত্মহত্যা করব।
প্রেমিক আরিফের ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার কল দেওয়া হয় কিন্তু নম্বরটি বন্ধ পাওয়া গেছে।
প্রেমিক আরিফের বাবা হেলাল মৃধা এবং মা লুৎফা বেগম আত্মগোপনে থাকায় তাদের সাথে কথা বলা সম্ভব হয়নি।
আমতলী থানার ওসি বলেন, ঘটনার বিষয়ে আমরা কিছু জানি না। মামলা হলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডিপ্রতিদিন/কবিরুল