বৈশাখের দ্বিতীয় দিনে গোপালগঞ্জে বৃষ্টিপাত হয়েছে। এতে গত কয়েক দিনের অসহ্য গরম থেকে স্বস্তির নিশ্বাস ফেলেছে সাধারণ মানুষ।
আজ মঙ্গলবার সকাল থেকে মেঘাচ্ছন্ন হয়ে পড়ে গোপালগঞ্জের আকাশ। বেলা ১১টা থেকে শুরু হয় বৃষ্টিপাত। বৃষ্টিতে শীতলতা এনে দেয়ায় স্বস্তির নিশ্বাস ফেলেছে জনজীবন। বৃষ্টি উপক্ষো করে কাজে বের হতে হয় নিম্ন আয়ের মানুষদের। প্রয়োজনীয় কাজে ছাতা নিয়ে বাইরে বের হয় পৌরবাসী। তবে বৃষ্টির প্রভাবে জেলা শহরের বিভিন্ন সড়কে পানি জমে যাওয়ায় হাটা-চলায় ভোগান্তিতে পড়তে হচ্ছে।
গোপালগঞ্জ আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সুফিয়ান জানান, মঙ্গলবার গোপালগঞ্জে বেলা ১২ টা পর্যন্ত ৭ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আগামী ২০ এপ্রিল পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। তবে ১৭ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত অধিক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
বিডি প্রতিদিন/মুসা