আত্রাই নদীর ভাঙন থেকে ফসলি জমি রক্ষা, পথচারী চলাচল দুর্ভোগ, পরিবেশ বান্ধব ঝাড়বাড়ী গড়ার লক্ষ্যে বলদিয়াপাড়া বালু মহাল ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বীরগঞ্জের ঝাড়বাড়ীর ক্ষতিগ্রস্ত কৃষক সমাজ ও এলাকাবাসী।এদিকে, চলমান বলদিয়াপাড়া বালু মহাল ইজারা বাতিল আন্দোলনে কৃষক-জনতার দাবির সাথে বীরগঞ্জ উপজেলা বিএনপির সমর্থন দিয়ে কর্মসূচিতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন ধলু ঝাড়বাড়ীতে এসে একাত্মতা প্রকাশ করেন।
বুধবার সকালে বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের ঝাড়বাড়ী শান্তির মোড় হতে ঝাড়বাড়ীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার ঝাড়বাড়ীর শান্তির মোড়ে এসে শেষ হয়।
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, কৃষক আব্দুল মতিন, আন্দোলনের সমন্বয়ক ও কৃষক আবু বক্কর সিদ্দিক, ছাত্রনেতা মনিরুজ্জামান মনির, আন্দোলনের সমন্বয়ক ও কৃষক মো: হামিদুর রহমান।
বিডি প্রতিদিন/এএ