ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া অংশের মেঘনা সেতুর উপর মালবাহী ট্রাক উল্টে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। যানজটে দীর্ঘক্ষণ আটকে থেকে দুর্ভোগ পোহায় মানুষ।
গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, শুক্রবার (১৮ এপ্রিল) সকাল ছয়টার দিকে মহাসড়কের গজারিয়া অংশের মেঘনা সেতুর উপর একটি রডবাহী ট্রাকের চাকা খুলে সেটি উল্টে গেলে ঢাকাগামী লেনে যান চলাচল কার্যত বন্ধ হয়ে যায়। কুমিল্লাগামী যান চলাচল স্বাভাবিক থাকলেও ঢাকাগামী লেনে যানজট সৃষ্টি হতে থাকে যা দুপুর দুইটা পর্যন্ত ব্রীজের দুই পাশে ১২ কিলোমিটার ছড়িয়ে পড়ে।
ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন জানান, একটি রডবাহী ট্রাক সড়কে উল্টে পড়ে। এতে ট্রাকে থাকা রডগুলো সড়কে ছড়িয়ে ছিটিয়ে পড়ায় কিছু সময় ঢাকগামী লেনে যান চলাচল বন্ধ থাকায় যানজটের সৃষ্টি হয়। পরে দুপুরের দিকে হাইড্রোলিক রেকারের সাহায্যে দুর্ঘটনা কবলিত ট্রাক ও ছড়িয়ে ছিটিয়ে থাকা রড সরিয়ে নেওয়ার পর আবারও ঢাকামুখি লেনে যানবাহন চলাচল শুরু হয়। দুপুর ২ টার দিকে মহাসড়কের যানজট পরিস্থিতি স্বাভাবিক হয়।
বিডি প্রতিদিন/হিমেল