ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক অস্থায়ী চেয়ারম্যান সাজেদুল ইসলাম টানু মল্লিককে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার রাত সাড়ে ৮টা দিকে হরিণাকুন্ডু উপজেলার পার্বতীপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট ঝিনাইদহ জেলা বিএনপির অফিস এবং অ্যাডভোকেট এমএ মজিদের বাড়ি ভাঙচুরসহ অগ্নিসংযোগ মামলার অন্যতম আসামি ছিলেন টানু মল্লিক। ফ্যাসিষ্ট হাসিনা সরকারের পতনের পর থেকে তিনি পলাতক ছিলেন। শনিবার তাকে আদালতে হাজির করে জেল হাজতে প্রেরণ করা হবে।
উল্লেখ্য, হরিনাকুন্ডু উপজেলার পার্বতীপুর গ্রামের শফিউদ্দিন মল্লিকের ছেলে আওয়ামী লীগ নেতা টানু মল্লিক। ২০১৩ সালের ২৫ এপ্রিল থেকে ২৯ আগস্ট পর্যন্ত অস্থায়ীভাবে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন তিনি।
বিডি প্রতিদিন/কেএ