আগামী আড়াই বছরের মধ্যে ডেঙ্গুর টিকা বাজারে আনার ঘোষণা দিয়েছে ভ্যাকসিন প্রস্তুতকারক ইন্ডিয়ান ইমিউনোলজিক্যালস লিমিটেড (আইআইএল)।
সংস্থাটির এক শীর্ষ কর্মকর্তা জানান, ২০২৬ সালের জানুয়ারির মধ্যে বাণিজ্যিক উৎপাদনে গিয়ে প্রতিযোগিতায় প্রথম হতে যাচ্ছেন তারা।
গত কয়েক বছর ধরে ভারতে মশাবাহিত রোগটি জনস্বাস্থ্যের অন্যতম উদ্বেগ হয়ে দাঁড়িয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে জুলাইয়ে দেশটিতে ৩১ হাজার ৪৬৪ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। মারা গেছেন ৩৬ জন।
ন্যাশনাল সেন্টার ফর ভেক্টর বোর্ন ডিজিজেস কন্ট্রোল অনুসারে, কোভিড মহামারী চলাকালে ডেঙ্গুর বিস্তার হ্রাস পেলেও পরবর্তীকালে মারাত্মক আকার ধারণ করে।
আইআইএল’র ব্যবস্থাপনা পরিচালক কে আনন্দ কুমার বলেছেন, প্রাথমকি পর্যায়ে ১৮-৫০ বছর বয়সী প্রায় ৯০ জনের ওপর ট্রায়াল পরিচালিত হয়েছে। তাদের ওপর কোনও নেতিবাচক প্রভাব পাওয়া যায়নি।
শিগগিরই ট্রায়ালের পরবর্তী ধাপে যাবে আইআইএল। সবকিছু পরিকল্পনা মতো চললে প্রক্রিয়াটি সম্পন্ন হতে কমপক্ষে ২-৩ বছর সময় লাগবে। এ হিসেবে ভ্যাকসিন বাজারজাতের জন্য ২০২৬ জানুয়ারির দিকে তাকিয়ে আছেন বলে জানান আনন্দ কুমার।
তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র ভিত্তিক ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ (এনআইএইচ) টিকা তৈরির জন্য প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে।
আইআইএল ছাড়াও কমপক্ষে দুটি ভারতীয় কোম্পানি ডেঙ্গুর টিকা নিয়ে কাজ করছে। এগুলো হল- সেরাম ইনস্টিটিউট ও প্যানাসিয়া বায়োটেক।
হায়দরাবাদ ভিত্তিক আইআইএল অর্ধশত দেশে অন্যান্য প্রাণীর পাশাপাশি মানুষের ভ্যাকসিন রফতানি করে। তাদের মোট বিক্রির ৩৫ শতাংশ হল জলাতঙ্কের টিকা। কোম্পানিটি ২০২৩-২৪ অর্থবছরে এক হাজার ৩০০ কোটি রুপি আয়ের আশা করছে। সূত্র: রয়টার্স
বিডি প্রতিদিন/কালাম